সমস্যার সমাধান করতে বড় সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের তরফে। এবার বরাদ্দ অর্থের ফলে ড্রেজিং হবে দিঘা মোহনায়। বলতে গেলে প্রায় প্রতিবছরই মাছ ধরার মরশুমে দিঘা মোহনায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় মোহনার কাছে, চড়ায় ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয় ট্রলার।
সেই দুর্ঘটনায় ক্ষতি হয় ট্রলারে থাকা মাছ ও কয়েক লক্ষ টাকা মূল্যের ট্রলারের। যা মৎস্যজীবীদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, এই ঘটনার আর পুনরাবৃত্তি যাতে না হয় সে দিকটা দেখবে প্রশাসন।
এবার দিঘা মোহনায় ড্রেজিং এর জন্য কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে ২১ কোটি টাকা অর্থ অনুমোদন করা হয়েছে। নভেম্বর মাসের পর থেকেই ড্রেজিং-এর কাজ শুরু হবে। বরাদ্দ টাকার ১২ কোটি টাকা ড্রেজিংয়ের জন্য খরচ করা হবে এবং বাকি টাকা শংকরপুর ফিসিং হারবারের উন্নয়নের জন্য খরচ হবে।