দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। অবশেষে সফল হলো আন্দোলন। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের অস্থায়ী বাসচালকদের বেতন বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘ আট বছর পর চুক্তিভিত্তিক সরকারি বাসচালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীর্ঘ দিনের দাবি পূরণ হল। এতদিন চাকরিতে ঢুকলেই ড্রাইভার পদে সর্বনিম্ন বেতন ছিল ১৩ হাজার ৫০০ টাকা। এবার তা বেড়ে হল ১৬ হাজার টাকা। চুক্তিভিত্তিক বাস ড্রাইভারদের সর্বোচ্চ বেতন হল ৩৮ হাজার টাকা। কর্মজীবনের মেয়াদ অনুযায়ী পাঁচটি ভাগে ড্রাইভারদের বেতন বৃদ্ধি স্থির করেছে নবান্ন।
বাসচালকদের পাঁচ থেকে ২০ বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে মাসিক বেতন সুনির্দিষ্ট হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের আবহে সরকারের এই সিদ্ধান্তে যথেষ্টই খুশি বাসচালকরা। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই বেতন বৃদ্ধি কার্যকর হবে। বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন বাস ড্রাইভাররা। মার্চের বেতনের সঙ্গে তিন মাসের এরিয়ারও হাতে আসবে।