লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। কিছুদিন আগেই কংগ্রেসেত্যাগী ‘বিদ্রোহী’ নেতা কৌস্তভ বাগচী যোগ দিয়েছেন বিজেপিতে।
যা লোকসভার আগে গেরুয়া শিবিরকে কিছুটা বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করা হচ্ছে। এরই মধ্যে শোনা যাচ্ছে শীঘ্রই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাবেন তৃণমূলের আরও দুই হেভিওয়েট। জানা যাচ্ছে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী।
তবে সত্যিই যদি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যান তাহলে সেটাও খুব একটা আশ্চর্যের ঘটনা হবে না বলেই মত রাজনৈতিক মহলের অধিকাংশের। অন্যদিকে উত্তর কলকাতার এক তৃণমূল সাংসদও নাকি বিজেপিতে যোগদান করবেন বলে জানা যাচ্ছে।