বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে অবশেষে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। ইডির উপর হামলার ঘটনাতেই শাহজাহান শেখকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার।
রাজ্য পুলিশ ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে ১১টি ধারায় মামলা রুজু করেছে। ওদিকে হাইকোর্টে ছোটেন শাহজাহানের আইনজীবী। শাহজাহান হাইকোর্টে গেলে প্রধান বিচারপতি তার আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম।’
আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ‘৪৩ টি মামলাও আছে। আগামী ১০ বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। আপনার মক্কেলের হয়ে অনেক কাজ করতে হবে। তাই ব্যস্ত থাকতে হবে। ৪-৫ জন জুনিয়রও রাখতে হবে।’ পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলেন, ‘এই ব্যক্তির জন্য আমার কোনও সমবেদনা নেই।’