তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম।
সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক গ্রামে ঘটে গিয়েছে এক অন্যরকম সমস্যা। সেখানে একাধিক আধার কার্ড নিষ্ক্রিয় বলে চিঠি এসেছে। বীরভূম থেকে বিষয়টি নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, কারও সঙ্গে কথা না বলেই আধার কার্ড ‘ডিঅ্যাক্টিভেট’ করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না, আমি আছি। যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনও পরিকল্পনা আছে, বাংলার একটা প্রকল্পকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না।’ তার আরও বক্তব্য, ‘আমার কাছে খবর আছে অনেকের আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। আমাদের এখানে কোনও প্রকল্পের টাকা যাতে বন্ধ না হয়।’