সামান্য কম হলো সোনা রুপার দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। জানা গিয়েছে, সোনা-রুপোর দামে পতন পরিলক্ষিত হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আগামী সময়ে এই দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

আজ, সোনার দর ০.১৩ শতাংশ বা ৭৭ টাকা পতনের সাথে প্রতি ১০ গ্রামে ৬০,৪৭৮ টাকায় ট্রেড করেছে। এদিকে রুপোর দাম ০.২১ শতাংশ বা ১৫৩ টাকা কমে প্রতি কেজিতে ৭১,৬২৯ টাকায় ট্রেড হয়।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বর্তমান সময়ে সোনা-রুপোর দামে লাগাতার পতন দেখা যাচ্ছে। ইজরায়েল-হামাস যুদ্ধের আগেও সোনা ও রুপোর দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। তবে, এবার ফের এই দাম কমতে দেখা যাচ্ছে।