বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে এ রাজ্যের ‘প্রভাবশালী’ নেতার কাছ থেকে পৌঁছেছে তার রাশিয়ার ‘বান্ধবী’র কাছে।
লন্ডনের বাসিন্দা ওই ‘বান্ধবী’ পেশায় ‘মডেল’। সংস্থার দাবি, হাওয়ালার মাধ্যমে প্রথমে পাঠানো হয়েছে পশ্চিম এশিয়ার এক দেশে। তারপর ওই দেশে কয়েকটি ভুয়ো সংস্থা বানিয়ে তাতেই বিনিয়োগ করা হয়েছে কোটি কোটি টাকা। ২০১৮ থেকে ২০২০, এই সময়ের মধ্যে ওই প্রভাবশালী নেতা, এক হিসাবরক্ষক এবং কয়লা পাচার মামলায় অভিযুক্ত ও পলাতক বিনয় মিশ্র বহুবার বিদেশ গিয়েছেন।
যার মধ্যে দুবাই, লন্ডন এবং আমেরিকায় বহুবার যাতায়াত হয়েছে। তদন্তকারীদের ধারণা সেই সময়ই ওই মহিলার সঙ্গে তাদের ‘বন্ধুত্ব’ হয়। ‘প্রভাবশালী’র সঙ্গে ওই মডেলের এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও খবর।