তিন কোটি বিনোদন কর বকেয়া নাইটদের, শাহরুখকে চিঠি দিল কলকাতা পুরসভা

ফের বিতর্কে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গত আইপিএলে ইডেনে হোম ম্যাচ খেলেও কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনকে বিনোদন ট্যাক্স দেননি। বৃহস্পতিবার পুরসভার পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির একটি কপি সিএবি অফিসেও পাঠানো হয়েছে।
শাহরুখ খানের রেড চিলিস কর্পোরেশনে এই বিষয়ে একটি ইমেল পাঠানো হয়েছে। কেন বিনোদন কর ফাঁকি দেওয়া হল তা নিয়েও প্রশ্ন উঠেছে। হিসেব অনুযায়ী মোট ১ কোটি ৭৩ লাখ টাকা বকেয়া রয়েছে।

সব দেশে একই নিয়ম আছে। আইপিএল ম্যাচ চলাকালীন ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে বিনোদন কর আদায় করা হয়। ইডেনও এর ব্যতিক্রম নয়। ট্যাক্স দীর্ঘদিনের বকেয়া। সেই কারণেই নাইট রাইডার্স কর্তৃপক্ষকে ডিমান্ড নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা।
বুধবার বিকেলে মেয়র পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। 2011 সাল থেকে, ইডেন গার্ডেন নাইট রাইডার্স ব্যবহার করছে। নিয়ম অনুযায়ী, KKR থেকে কলকাতা পুরসভার মোট 3 কোটি 73 লক্ষ টাকা পাওয়ার কথা। এর মধ্যে দুই কোটি টাকা কর পরিশোধ করা হলেও বকেয়া আছে এক কোটি ৭৩ লাখ টাকা। তারা এ বিষয়ে নোটিশ দিয়েছে।