তুর্কিয়ের রাজধানী ইস্তানবুলে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, ইস্তানবুলের এক নাইট ক্লাবে আগুন লেগে গিয়েছে। কমপক্ষে ২৯ জন দুর্ঘটনায় জ্বলন্ত পুড়ে মারা গিয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে। মঙ্গলবার নাইটক্লাবে মেরামতির সময় আগুন লেগে যায়। পুলিস কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির পর জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তার মধ্যে রয়েছে ক্লাবের ম্যানেজারও। ইস্তানবুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, সংস্কারের জন্য নাইটক্লাবটি বন্ধ ছিল। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল সাংবাদিকদের ঘটনাস্থলে বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং নিহতরা সংস্কার কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। আগুন লেগেছে কি কারণে তা তদন্তে স্থানীয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় বলছে, ‘আগুনের পরই সেখানে দমকল বাহিনীর ৩১টি গাড়ি নিয়ে ৮৬ সদস্য ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা।’