শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় বনধের প্রভাব

২৭শে সেপ্টেম্বর কৃষক সংগঠনের ডাকা বনধের প্রভাব শহর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। সোমবার দফায় দফায় বনধ সমর্থনকারীদের মিছিল লক্ষ্য করা যায় শহর শিলিগুড়িতে। একদিকে অল ইন্ডিয়া সংগঠন ডিএসএসসিআই যৌথ মিছিল বার করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অপরদিকে অন্য একটি মিছিল বাম সংগঠনের নেতৃত্বে বার হয়ে হিলকার্ট রোড পরিক্রমা করে।  অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের প্রাণকেন্দ্র হাসমি চকে বিপুল পুলিশি উপস্থিতি লক্ষ্য করা যায় পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সিভিক ভলেন্টিয়ার ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়। 

সপ্তাহের প্রথম দিন শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলো রয়েছে সুনসান বন্ধের প্রভাব এমনি দেখা যায় শহরে ছোটো ছোটো দোকানে। শিলিগুড়ি জংশন সরকারি-বেসরকারি বাস চলাচল হাতেগোনা কয়েকটি লক্ষ্য করা গেলেও যাত্রীশূন্য ছিল পরিবহনের গাড়ি। পাশাপাশি এদিন লক্ষ করা যায় যে বনধ সমর্থনকারীরা রয়েছে তারা রাস্তায় নেমে বিভিন্ন যে যাত্রী চলাচলের গাড়ি রয়েছে সেগুলো কে আটকে যাত্রী নামিয়ে সেই গাড়ি গুলোকে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া সিকিম থেকে আসা এক ব্যাক্তি জানায় তার হোটেলের জন্য আসবাব পত্র কিনতে এসে শহর শিলিগুড়িতে সব কিছু বন্ধ থাকায় বিপাকে পড়েছে বন্ধ ওঠার অপেক্ষায় একা একাই ঘুরে বেড়াচ্ছেন শহরের রাস্তায়।

Leave a Reply