জন্মাষ্টমী উপলক্ষে মথুরায় মৃত্যু ২ জনের

গতকাল অর্থাৎ শুক্রবার ছিল জন্মাষ্টমী, এই জন্মাষ্টমী উপলক্ষে মথুরার বাঁকে বিহারী মন্দিরে বিরাট ভক্তের সমাগম হয়েছিল। কিন্তু সেখানে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। ভিড়ের চাপে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

পাশাপাশি আহত হয়েছে অনেকেই। মন্দিরে মঙ্গলারতি হওয়ার সময় ভিড়ের চাপ ব্যাপক বাড়তে থাকে। সেই সময়েই এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাঁকে বিহারী মন্দিরের চার নম্বর গেটে এই ঘটনাটি ঘটেছে।

জন্মাষ্টমী উপলক্ষে ওই মন্দিরে মঙ্গলারতি হওয়ার সময় ভিড়ের কারণে দম বন্ধ হয়ে মারা যান এক মহিলা। এরপর এক বৃদ্ধও ভিড়ের চাপে জ্ঞান হারান, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

দু’জনের মৃত্যু ছাড়া আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মঙ্গলারতি দেখার সময় ভিড় বাড়ছিল। তাই তা নিয়ন্ত্রণের জন্য মন্দির আধিকারিকরা দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সেই সময়ই ভিড়ের চাপ সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটে।

মৃত মহিলা নয়ডার এবং বৃদ্ধ জব্বলপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনার কিছুক্ষণ পরেই পরিস্থিতি সামাল দেওয়া হয়। কিন্তু ততক্ষণে আরও অনেকেই আহত হয়ে ছিলেন। তাঁদের সকলকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে।