গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তুফানগঞ্জের বক্সিরহাট বাজারে। নিমিষেই পুড়ে ছাই ১৬টি দোকান। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অসম ও বাংলা দুই রাজ্যর দমকলের ৬ টি ইঞ্জিন। ভিড় জমে যায় আমজনতার। দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলায় আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ও তুফানগঞ্জ ২ নং ব্লক বিডিও প্রসেনজিৎ কুন্ডু। গত দু’বছর আগেও ভয়াবহ অগ্নিকান্ডে ১০০ অধিক দোকান পুড়ে ছাই হয় এই বাজারে।
বক্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৬টি দোকান
