শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাদা পোশাকের পুলিশের অভিযান।গ্রেপ্তার দুই।চম্পাসারি মিলন মোড় এলাকাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ।ওই এলাকায় দুই দুষ্কৃতী চুরির উদ্দেশ্য জড়ো হয়েছিল বলে জানতে পারে পুলিশ।ধৃতদের নাম মনোজ মুন্ডা ও মুন্না ওরাও।ধৃতরা এর আগেও বেশ কিছু চুরির ঘটনায় যুক্ত ছিল বলে জানিয়েছে প্রধান নগর থানার পুলিশ।অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন যাবৎ চম্পাসারি এবং মিলন মোড় এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেছিল।এরপর পুলিশ তাদের সূত্রটি কাজে লাগায় এবং এই সাফল্য পায়।এই চুরি চক্রের আরও কারা জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে প্রধান নগর থানা।
Related Posts
Fake items with Apple logo seized in Siliguri, EB raids four shops
Siliguri, November 16: Fake items with Apple company’s logo were being sold in Siliguri, which were misleading customers. The matter came to light during an investigation conducted on Saturday on the complaint of Apple company officials. It is being told…
এবার উত্তরের জঙ্গল বাঁচানোর লক্ষে আওয়াজ তুললেন শংকর ঘোষ
এবার উত্তরের জঙ্গল বাঁচানোর লক্ষে আওয়াজ তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এসে এমন টাই জানালেন বিধায়ক। বিধায়ক বলেন রাজ্য সরকার ক্রমাগত উত্তরের সবুজয়ানকে ধ্বংস করছে এই নিয়ে কলকাতায় গ্রিন ট্রাইব্যুনালে বিজেপির পক্ষ…
ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে চোপড়ার আনারস
উত্তরবঙ্গের চোপড়ার আনারস পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। প্রতিবছরই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে সুস্বাদু আনারস দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়। তবে আগের মতো আর আনারস চাষ হচ্ছে না চোপড়া এলাকায়। চাষিরা জানান, আনারস চাষে রাসায়নিক সারের…