শিলিগুড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত চারটি দোকান। শিলিগুড়ির হায়দার পাড়া এলাকায় ভোররাতে আগুনে ক্ষতিগ্রস্ত হলো চারটি দোকান। স্থানীয় সূত্রে খবর ভোর তিনটে নাগাদ হঠাৎই আগুন লক্ষ্য করতে পারে স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে ও ভক্তিনগর থানার পুলিশকে। আগুন নিভাতে সহযোগিতার হাত বাড়িয়েদেয় স্থানীয় বাসিন্দারা । আগুনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার দোকানের মালিকেরা। জানা যায় চারটি দোকান ফুল, ফুল ও খাবারের দোকান ছিল। তবে কী কারণে এই ঘটনা তানিয়ে ধন্দে সকলে।
Related Posts
শিলিগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস
প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে। সেই মতো এদিন শহর শিলিগুড়িতেও শ্রদ্ধার সাথে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ও শহীদ দিবস। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য…
কলা ভর্তি গাড়িতে গাঁজা পাচার করতে গিয়ে গ্রেপ্তার ১
আলিপুরদুয়ার-১ এর সোনাপুর কলোনী এলাকায় অভিযান চালিয়ে গাড়ি ভর্তি কলার আড়ালে গাঁজা পাচারের চেষ্টার পর্দাফাঁস করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম তপন সরকার। তার বাড়ি আলিপুরদুয়ার-১ এর মেজবিল এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায়…
আবার উদ্ধার কিং কোবরা সাপ
জঙ্গল কেটে তৈরি হচ্ছে আবাসন, বাড়ছে রিসোর্টের সংখ্যা,ডুয়ার্স জুড়ে বিপন্ন জীববৈচিত্র্য। লোকালয়ে অবাধ বিচরণ কিং কোবড়ার। আবারও কিংকোবড়া সাপ উদ্ধার।দুদিন আগে নাগ্রাকাটা ব্লকের একটি বাড়ি থেকে ১২ ফুটের কিংকোবড়া উদ্ধার করে বন দপ্তর। আর এবার গরুবাথান ব্লকের মিশোন হিল চা…