শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ শুক্রবার রাতে জলপাই মোড় এলাকায় বিভিন্ন যানবাহন থামিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই তল্লাশি চালানোর সময় কোচবিহার থেকে দক্ষিণ বঙ্গ গামী একটি বাস থেকে শুক্রবার রাতে উদ্ধার হলো প্রায় 9 কেজি গাঁজা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম সাবিন ফকির ও সুলখা বারুই। অভিযুক্ত দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা। অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই অভিযুক্ত কোচবিহার থেকে মুর্শিদাবাদে এই গাঁজা পাচার করছিল।
Related Posts
সাজানো হচ্ছে সুব্রত শিশু উদ্যান, বসানো হচ্ছে আধুনিক লাইট
শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান স্বপন সরকারের স্মৃতি ধরে রাখতে আবক্ষ্য মূর্তি বসানোর পাশাপাশি আধুনিক লাইট দিয়ে সাজানো হচ্ছে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার সুব্রত শিশু উদ্যান। আজ এই সূচনার শেষ পর্বে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব পরিদর্শনে আসেন।পার্কের খুটিনাটি বিষয় সম্পর্কে ইঞ্জিনিয়ারদের…
ক্যান্সার প্রতিরোধে কোচবিহারে সচেতনতা মূলক শিবির ও পথ নাটিকার আয়োজন
ক্যান্সার প্রতিরোধে পথ সচেতনতা মূলক শিবির ও পথ নাটিকার আয়োজন করা হলো আজ। কার্কিনোস্ হেলথ কেয়ারের আয়োজনে ও কোচবিহার থিয়েটার গ্রুপের সৌজন্যে এই কর্মসূচি নেওয়া হয়। কোচবিহার শহরের ৩ টি জায়গাকে বেছে নিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। কোচবিহার শহর…
দিনহাটায় ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান
কিসামত দশগ্রামের বর্ষীয়ান দুই ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল।সোমবার দুপুরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে তার বাসভবনে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।একদা উদয়ন গুহর ছায়াসঙ্গী হয়ে কাজ করতেন ফরওয়ার্ড ব্লকের এই বর্ষীয়ান দুই…