কোচবিহার: প্রতিবছর রাজ্য সরকার শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের বিশিষ্ট শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করে।এবার এই পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপিকা হাদিদা ইয়াসমিন।কোচবিহার ল্যান্স ডাউন হলে তার হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ন। শিক্ষারত্ন পুরস্কার পেয়ে খুশি প্রকাশ করে অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই পুরস্কার তিনি তার বাবা-মা এবং ছাত্র-ছাত্রীদের উৎসর্গ করছেন। মূলত মালদার বাসিন্দা অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন বলেন তিনি তার গ্রামের প্রথম মেয়ে তাকে পড়াশোনা করানোর জন্য তার বাবা-মা শহরে নিয়ে চলে আসে তারপর থেকে তার এই যাত্রা শুরু।তিনি মনে করেন এই পুরস্কার তার এই যাত্রাপথের একটি মাইলস্টোন ও বাবা মায়ের কষ্ট সার্থক হলো।মেয়েদেরকে আরো বেশি করে শিক্ষিত হতে হবে বলে তিনি মনে করেন। প্রত্যেকটি মেয়েকে স্বাবলম্বী হতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে যত বাধাই আসুক না কেন ।মেয়েদেরকে কঠোরভাবে সমস্ত প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে নিজেকে স্বাবলম্বী করে তোলার আবেদন তিনি জানান
Related Posts
তুফানগঞ্জের মানিক উত্তরাখন্ডে সুড়ঙ্গের কাজে গিয়ে ধ্বসে আটক
উত্তরাখণ্ডের উত্তর কাশি এলাকায় সুড়ঙ্গের কাজে গিয়ে ধ্বসে আটকে গেলেন তুফানগঞ্জের মানিক তালুকদার। টিভিতে খবর দেখার পর দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।অভাবের সংসারে পরিবারের সদস্যদের মুখে দু-মুঠো অন্ন তুলে দিতে উত্তরাখণ্ডে শ্রমিকের কাজে গিয়েছিলেন বলরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের চেকাডোরা গেরগেন্দার পার…
বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষাপেল মাথাভাঙ্গার একটি শপিং মল
মাথাভাঙ্গা শহরের একটি মলে এইদিন সকালে অগ্নিকাণ্ড ঘটে।জানা গেছে সকালবেলায় সকাল শপিং মলেরই দুইজন কর্মীর মধ্যে একজন টেকনিশিয়ান শপিংমলের ভেতরে ইলেকট্রিকের কাজ করছিল হঠাৎ শট সার্কিট থেকেই এই দুর্ঘটনাটি ঘটে।এর ফলে দুইজন কর্মী গুরুতর আহত হয়।আহত দুই কর্মীকে মাথাভাঙ্গা হাসপাতালে…
গোসানিমারীতে পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার ১
গোপন সূত্রে খবরের ভিত্তিতে গোসানিমারীতে একটি দোকানে বিশেষ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি সঙ্গে এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। যদিও গ্রেফতার ব্যাক্তির নাম প্রকাশ করা হয়নি পুলিশের পক্ষ থেকে। তবে বারংবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল নিষিদ্ধ…