সকালে ৫ টি হাতি লোকালয়ে, এখন পর্যন্ত কোন ক্ষয় ক্ষতির খবর না থাকলেও এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বন দফতরের কর্মীরা হাতি গুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। বর্তমান হাতি গুলি সতীশ হাট সংলগ্ন শালমারার ডাবরি ভাঙার পারের একটি মাঠে ধান ক্ষেতে আছে। জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা বণিক পাড়া এলাকায় ভোর ৫ টা নাগাদ স্থানীয়রা ৫ টি হাতিকে একসঙ্গে দেখতে পান। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হয় এলাকার প্রচুর মানুষ ভীর জমান। মানুষের হইচই শুনে হাতি গুলি, আমবাড়ি এলাকা হয়ে সতীশ হাট সংলগ্ন কোচবিহার ফালাকাটা ৩১ নং জাতীয় সড়কের ধারে শাল মারার ডাবরি তথা ধান ক্ষেত ভর্তি সুবিশাল মাঠে বর্তমানে রয়েছে। খবর পেয়ে মাথাভাঙ্গা রেঞ্জ, কোচবিহার রেঞ্জ, জলদাপারা রেঞ্জের বন দপ্তরের কর্মীরা ছুটে আসেন। ছুটে আসেন কোচবিহার বন বিভাগের এডিএফও বিজন কুমার নাথ সহ অন্যান্য আধিকারিক গণ । বর্মানে হাতি গুলিকে জলদাপারা জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। দুটি দাতাল হাতি সহ মোট পাঁচটি হাতি জলদাপারা বন থেকে ভুল বশত বুড়ি তোর্সা নদী হয়ে লোকালয়ে পৌঁছেছে বলে অনুমান বন দপ্তরের। তবে হাতি দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ করা যায়।
Related Posts
পুজো গাইড ম্যাপ প্রকাশ করল মাথাভাঙ্গা থানা
বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙ্গা থানায় সাংবাদিক সম্মেলন করে দুর্গাপুজোর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্যে গাইড ম্যাপ প্রকাশ করা হলো।এদিনের এই সাংবাদিক সম্মেলনে গাইড ম্যাপ প্রকাশ করেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, সঙ্গে ছিলেন মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান ট্রাফিক…
দিনহাটায় যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ
যাত্রীবাহী বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে যখম ১২ জন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিনহাটা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসের সাথে একটি বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় দুই গাড়ির চালক সহ ১২ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা…
কোচবিহার ২ নং নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালো অগ্রগামী কিষান সভা
১৩ দফা দাবির ভিত্তিতে কোচবিহার ২ নং নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালো অগ্রগামী কিষান সভা।কোচবিহার বিডিও অফিস চত্বরে বিক্ষোভ মিছিল করেন।পাটের পর্যাপ্ত দাম, কোচবিহার ২ নম্বর ব্লকে দমকল কেন্দ্র স্থাপন, প্রতিনিয়ত লোডশেডিং সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখান তারা।এদিনের এই…