মাথাভাঙ্গা ২ নং ব্লক এর অন্তর্গত শোলমারী দোলন চা বাগানে ২০% বোনাসের দাবিতে তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি,সিপিআইএমের ও সিআইটিইউর শ্রমিক যৌথ উদ্যোগে এদিন দোলন চা বাগানের অফিসের গেটের সামনে মিছিল করেন।দোলন চা বাগানের শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির সম্পাদক দীনেশ বর্মন এবং সিআইটিইউর শ্রমিক সংগঠনের সম্পাদক রমেন বর্মন বলেন আমাদের ২০ শতাংশ বোনাসের দাবিতে আজ এই কর্মসূচি তারা আরো বলেন যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শামিল হব।
Related Posts
দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান” অনুষ্ঠান
দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান” অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহ। রবিবার রাত দশটা নাগাদ দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে রাজবংশী মানুষদের কৃষ্টি সংস্কৃতি কে বাঁচিয়ে রাখতে “ভাদুরী খান” অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী…
গীতালদহে অনুষ্ঠিত হল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম
গীতালদহে অনুষ্ঠিত হল বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিও।শুক্রবার দুপুর একটা থেকে গীতালদহে বিএসফের ৯০ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে পঞ্চধজী, খারিজা হরিদাস ও গীতালদহর এই তিনটি বিওপি ক্যাম্পে সীমান্তের বাসিন্দাদের নিয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত…
দিনহাটার আটিয়াবাড়ীতে সালিশী সভায় গৃহবধূকে মারধরের অভিযোগ
সালিশি সভায় নির্যাতিতা সহ গ্রাম পঞ্চায়েত সদস্য ও পরিবারের লোকজনদের মারধোরের অভিযোগ উঠল গৃহবধুর শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটায় ১ নম্বর ব্লকের আটিয়াবাড়ী এলাকায়। মারধোরের ফলে গ্রাম পঞ্চায়েত সদস্য শুভ সাহা ও নির্যাতিতা পিংকি দেবনাথ সহ পাঁচজন…