মাথাভাঙ্গা ২ নং ব্লক এর অন্তর্গত শোলমারী দোলন চা বাগানে ২০% বোনাসের দাবিতে তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি,সিপিআইএমের ও সিআইটিইউর শ্রমিক যৌথ উদ্যোগে এদিন দোলন চা বাগানের অফিসের গেটের সামনে মিছিল করেন।দোলন চা বাগানের শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির সম্পাদক দীনেশ বর্মন এবং সিআইটিইউর শ্রমিক সংগঠনের সম্পাদক রমেন বর্মন বলেন আমাদের ২০ শতাংশ বোনাসের দাবিতে আজ এই কর্মসূচি তারা আরো বলেন যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শামিল হব।
Related Posts
বাজ পড়ে আহত দুই ছাত্র সহ চার
মাদ্রাসা একরামিয়া বাহারুল উলুম চৌধুরীহাটে বাজ পড়ে আহত দুই ছাত্র সহ চার। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি চলছে দিনহাটা সহ গোটা উত্তরবঙ্গে।রবিবার সকাল থেকে একইভাবে টানা বৃষ্টি চলাকালীন আনুমানিক সকাল এগারোটা নাগাদ সংশ্লিষ্ট মাদ্রাসায় বাজ পড়ে…
পরম্পরা মেনে অনুষ্ঠিত হল কোচবিহারের রাজ আমলের বড় দেবীর ষষ্ঠী পুজো
রাজ আমলের কোচবিহারের বড় দেবীর ষষ্ঠী পূজো অনুষ্ঠিত হলো পরম্পরা মেনে। ষষ্ঠী পূজোর দিন সকাল থেকেই বড় দেবী মন্দিরে ভিড় জমায় ভক্তরা। কোচবিহারের মহারাজা নরনারায়ণের আমল থেকেই প্রায় ৫০০ বছরের পুরনো এই বড় দেবীর পূজো আজও হয়ে আসছে রাজ আমলের…
স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির দ্বিতীয় দফার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল
কোচবিহার জেলায় ১২৮টি গ্রাম পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় দফার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল মঙ্গলবার।এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন,জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন…