বাংলাদেশ সিমান্তে দুটি দেহ উদ্ধার। দেহদুটি উদ্ধার করে কুচলিবাড়ি থানার পুলিশকে হস্তান্তর করলো বিএসএফ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উদ্ধার হওয়া দুটি দেহ সেনা বাহিনীর। সিকিমের হরপা বানে রুদ্ররুপ নিয়েছিলো তিস্তা। তিস্তার গ্রাসে নাস্তানাবুদ সিকিম। তিস্তার জলের দাপটে তছনছ হয়েছে সেনা ঘাটিও। আর্মির ৪২টি গাড়ি সহ ২৩ জন আর্মির নিখোঁজের খবর সামনে এসেছিলো। তাদের মধ্যে দুজনকে আজ উদ্ধার করা হয়। একটি দেহ বাংলাদেশে ভেষে যায়। সেখান থেকে ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে দেহ নিয়ে আসেন বিএসএফ জাওয়ানরা আরও একটি মৃতেদেহ উদ্ধার হয় সীমান্ত লাগোয়া ফকতের চরে। দুটি দেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উদ্ধার হওয়া দুটি দেহ আর্মি জাওয়ানের।
Related Posts
তুফানগঞ্জ শহরের দোলমেলার মাঠে শুরু হল পরিবেশ বান্ধব বাজি মেলা
পৌরসভার উদ্যোগে তুফানগঞ্জ শহরের ৫ নং ওয়ার্ডের দোলমেলা মাঠে শুরু হল পরিবেশ বান্ধব বাজি মেলা। বুধবার দুপুরে ওই পরিবেশ বান্ধব বাজি মেলার উদ্বোধন করেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ইশোর। তিনি বলেন, মোট ছয়টি পরিবেশ বান্ধব বাজির স্টল রয়েছে এই মেলাতে।…
ভবঘুরে দিদিদের নিয়ে ভাইফোঁটার আয়োজন মদনমোহন ঠাকুর বাড়িতে
ভাতৃ দ্বিতীয়ার শুভ লগ্নে কোচবিহার মদনমোহন বাড়ির সামনে যেসব ভবঘুরে দিদিরা থাকেন তাদেরকে সঙ্গে নিয়ে ভাইফোঁটা উৎসব পালন করলো এক সেচ্ছাসেবী সংগঠনের ।মদনমোহন ঠাকুর বাড়ির ভিতরে দুর্গা মন্ডপের সামনে এই ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল।সংগঠনে এক সদস্য বলেন দিদিরাও আমাদের সুন্দরভাবে…
টেট পাশ ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলেন ও কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা দিলেন ২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা।শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল করে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা…