বাংলাদেশ সিমান্তে দুটি দেহ উদ্ধার। দেহদুটি উদ্ধার করে কুচলিবাড়ি থানার পুলিশকে হস্তান্তর করলো বিএসএফ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উদ্ধার হওয়া দুটি দেহ সেনা বাহিনীর। সিকিমের হরপা বানে রুদ্ররুপ নিয়েছিলো তিস্তা। তিস্তার গ্রাসে নাস্তানাবুদ সিকিম। তিস্তার জলের দাপটে তছনছ হয়েছে সেনা ঘাটিও। আর্মির ৪২টি গাড়ি সহ ২৩ জন আর্মির নিখোঁজের খবর সামনে এসেছিলো। তাদের মধ্যে দুজনকে আজ উদ্ধার করা হয়। একটি দেহ বাংলাদেশে ভেষে যায়। সেখান থেকে ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে দেহ নিয়ে আসেন বিএসএফ জাওয়ানরা আরও একটি মৃতেদেহ উদ্ধার হয় সীমান্ত লাগোয়া ফকতের চরে। দুটি দেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উদ্ধার হওয়া দুটি দেহ আর্মি জাওয়ানের।
Related Posts
ভেঙে পড়ছে ছাদের চাঙর,দুশ্চিন্তায় বড় বাজারের ব্যবসায়ীরা
মাঝেমধ্যেই ভেঙে পড়ছে ছাদের চাঙর আর এই কারণেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কোচবিহারের বড় বাজারের ব্যবসায়ীদের কিছু অংশ।দীর্ঘদিন ধরে কোচবিহারের বড় বাজারে পুরনো বিল্ডিংয়ের ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন।দিনের পর দিন চাঙর ভেঙে পড়লে আগামীতে কোন ক্রেতা আর আসতে চাইবেন না তাদের…
ডিআরএমকে দাবিপত্র পাঠালো দিনহাটা স্টেশন পাড়ার বাসিন্দারা
অমৃত ভারত প্রকল্পের অধীনে দিনহাটা রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ অতি শীঘ্রই শুরু হচ্ছে। এই আধুনিকীকরণের জন্য রেলস্টেশনের পূর্ব ও পশ্চিম দিকের দুটি রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই রাস্তার দু’টি চালু রাখার দাবিতে আলিপুরদুয়ারস্থ রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার অর্থাৎ ডিআরএমকে দাবিপত্র পাঠালো…
বকেয়া বেতনের দাবিতে সাফাই কর্মীদের আন্দোলন
কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে নামলেন এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাই কর্মীরা। অভিযোগ গত অক্টোবর মাসের বেতন এখনো পর্যন্ত তারা পাননি। সামনেই ছট পুজো রয়েছে ফলে এই মুহূর্তে তাদের টাকার ভীষণ প্রয়োজন। প্রতি মাসেই সময় মতো বেতন পান না…