বাড়তে পারে তামাকজাত পণ্যের দাম

বড় দুঃখের খবর এলো৷ কেন্দ্রের তরফে করা হলো নতুন ঘোষণা যার জেরে চিন্তায় পড়লো অনেকে৷ বদল হতে পারে দাম৷ দীর্ঘ সময় পর আবার বেড়ে যেতে পারে সিগারেট-বিড়ি সহ সমস্ত তামাকজাত পণ্যের দাম৷ কারণ হল বিড়ি-সিগারেটের উপরে কর বসানোর ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কর নীতি ঠিক করার জন্য বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে মোদি সরকার। আগামী বাজেট সেশনেই ওই কমিটির সুপারিশ মেনে তামাকজাত পণ্যের দাম বাড়ানোর বিষয়টি ঘোষণা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে৷ 

লকডাউনের সময়কালের চেয়ে ১০ থেকে ১২ শতাংশ সিগারেটের বিক্রি বেড়েছে৷ এমতাবস্থায় আগামী বছর ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সিগারেটের উপরে বাড়তি কর বসতে চলেছে বলেই ইঙ্গিত। উল্লেখ্য, শেষ বাজেটে সিগারেটের দামে কোনও হেরফের হয়নি৷ বাড়েনি কর৷ তবে তার আগের বার ১১ শতাংশ বাড়ানো হয়েছিল তামাকজাত পণ্যের কর। উল্লেখ্য, গত বাজেটে কিন্তু সিগারেটের উপরে কোনও করবৃদ্ধির ঘোষণা হয়নি। কিন্তু তার আগের বার ১১ শতাংশ বাড়ানো হয়েছিল কর।

সিগারেটের পাশাপাশি দাম বাড়তে চলেছে বিড়িরও৷ সিগারেটের চেয়েও অনেক বেশি ক্ষতিকারক বিড়ি৷ তবে বিড়ির উপর কর তুলনায় কম৷ কমিটির সুপারিশে এবার বিড়ির উপর কর বাড়তে পারে৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই কমিটিতে থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রক, জিএসটি কাউন্সিল ও নীতি আয়োগের সদস্যরা৷ 

Leave a Reply