শিলিগুড়িতে বাম শিবিরে বড়সড় ধাক্কা। মঙ্গলবার শহরের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যলয়ে জেলা সভাপতি পাপিয়া ঘোষ, গৌতম দেব ও প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকারের, অলোক চক্রবর্তীর উপস্থিত মঙ্গলবার বিজেপি থেকে দিপিকা সাহ, অর্পিতা দাস কংগ্রেস থেকে এবং বাম শিবির থেকে প্রাক্তন কাউন্সিলর তাপস চ্যার্টাজি সহ শর্মিলা দাশ একাধিক ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেস কর্মী এবং বাম যুব সংগঠন থেকে বহু মানুষ এদিন তৃণমূল কংগ্রেসের যোগ দেয়। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ নবাগতদের তৃণমূলে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দললে স্বাগত জানান।
Related Posts
ডেঙ্গি প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়লো আলিপুরদুয়ার পুরসভা
আলিপুরদুয়ারে ডেঙ্গি প্রতিরোধে এক লক্ষ গাপ্পি মাছ ছাড়লো আলিপুরদুয়ার পুরসভা। এদিন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর কাউন্সিলরদের সঙ্গে নিয়ে শহরের ড্রেনগুলিতে ১ লক্ষ গাপ্পি মাছ ছাড়লো। চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, ডেঙ্গি রুখতে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে।…
বন্যার সময় যেমন ডুবে থাকছে চাষের জমি তেমনি তীব্র দাবদহের মধ্যে নাজেহাল হতে হচ্ছে মালদার চাষীদের
শুখার মরশুম হোক অথবা বন্যা, পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে চাষীদের দুর্ভোগ সারাবছরই রয়েছে। তীব্র দাবদহের মধ্যে যেমন জমিতে সেচ ব্যবস্থায় পেতে নাজেহাল হতে হচ্ছে কয়েকশো চাষীদের । ঠিক তেমনই বন্যার সময় আশেপাশের খাল বিলের জলে ডুবে…
স্বপ্নের কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা আগামীকাল থেকে
কোচবিহার কলকাতা বিমান পরিষেবা চালু হতে চলেছে একুশে ফেব্রুয়ারি। তার আগে পরীক্ষামূলক ভাবে উড়ান সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো। গত ১৫ই ফেব্রুয়ারি এই পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও তা চালু করা সম্ভব হয়নি তার পরিবর্তেই আগামী ২১শে ফেব্রুয়ারি এই বিমান পরিষেবা…