লেপার্ড শাবককে নিয়ে গেল মা লেপার্ড। আর এই দৃশ্যটি বন্দী হল বনদপ্তরের পাতা ইনফ্রা রেড ক্যামেরায়।
বক্সা ব্যাঘ্র প্রকল্প সূত্রে খবর, গত ১৯শে সেপ্টম্বর বক্সা ব্যাঘ্র প্রকল্প সংলগ্ন চা বাগানে ২ টি লেপার্ড শাবক দেখতে পায় বনকর্মীরা। পরবর্তীতে শাবক দুটিকে তার মায়ের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
যেই জায়গায় শাবক পাওয়া গিয়েছিল সেই জায়গা সুরক্ষিত করা হয় এবং ইনফ্রা রেড ক্যামেরা বসান হয়। মঙ্গলবার গভীর রাতে মা লেপার্ড এসে শাবক দুটিকে নিয়ে যায়।