বড় নির্দেশ হাইকোর্টের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আটকে আছে নিয়োগ। এবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট।

২০১৪ টেট পরীক্ষার উর্দু প্রশ্ন ভুলের মামলা উঠেছিল কলকাতা হাই কোর্টে। সেই মামলার শুনানির সময় বিচারপতি রাজশেখর মান্থা আগামী ১৭ এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে একটি রিপোর্ট দেওয়ার কথা বলেন।

কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে, সেই সঙ্গেই বর্তমানে রাজ্যে শিক্ষকের সংখ্যা কত তা জানানোর নির্দেশ দেন তিনি। জানা যাচ্ছে, বোর্ডের তরফ থেকে উক্ত রিপোর্ট পাওয়ার পর এই বিষয়ে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।