পূজার শেষেই ঝড়ের আশঙ্কা

বিগত এক মাস ধরে বৃষ্টির মরশুম রাজ্য জুড়ে। লাগাতার বৃষ্টি দেখেছে রাজ্যের মানুষ। বহু সমস্যায় পড়েছে রাজ্যবাসী। মাঝে কিছুদিন বৃষ্টিপাত বন্ধ রয়েছে এবং বেশ কিছু জায়গায় জল নেমে গিয়েছে যা স্বস্তির ব্যাপার। কিন্তু আগামী কয়েক দিনে আবার মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। মানে পুজোতেও বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস। পাশাপাশি উৎসবের পরেই রাজ্যে হানা দিতে পারে ঘূর্ণিঝড়! লক্ষ্মীপুজোর আগে প্রবল ঝড়ের আশঙ্কা। এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ১০০ কিলোমিটার বা তার বেশি বেগে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এর ফলে ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে রাজ্যের দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। আবার সুন্দরবন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে ভীষণভাবে বলে মনে করা হচ্ছে।

এদিকে আবার পুজোর শুরু থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম হলেও সপ্তমীর বিকেলের পর থেকে আবহাওয়া বদলে যেতে পারে। অর্থাৎ অষ্টমী থেকে শুরু হতে পারে রাজ্য জুড়ে বৃষ্টি এবং কলকাতা ছাড়াও বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা। অফিস থেকে পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, পুজোর সময়ে এই বৃষ্টির কারণ হবে আরো একটি নিম্নচাপ, যেটি উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে। নিম্নচাপের কারণে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং অবশ্যই কলকাতা। বৃষ্টি চলতে পারে দশমী পর্যন্ত বলেও অনুমান করা হচ্ছে। ভারী বা অতি ভারী বৃষ্টি না হলে ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই অনুমান।

Leave a Reply