আবার ধীরে ধীরে ঊর্দ্ধমুখী হচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ। সেই সংক্রমণ ঠেকাতে উদ্যোগ নিল বিধাননগর নব দিগন্ত ট্রাফিক গার্ডর পুলিশ। মাস্ক বিহীন গাড়ির চালকদের ৫০০ টাকা করে জরিমানা করে বিধাননগর নবদিগন্ত ট্রাফিক পুলিশ। গাড়ির চালকদের ট্রাফিক আইনের ১৭৯ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
বিধাননগর পুলিস কমিশনারেট এর পক্ষ থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কলেজ মোড় এলাকায় বিধাননগর নবদিগন্ত ট্রাফিক পুলিশের উদ্যোগে মাস্ক অভিযান। মাস্ক বিহীন গাড়ির চালকদের জরিমানা বাবদ ৫০০ টাকার কেস দেওয়া হয়। বাদ যায়নি বাসচালক অটোচালক চার চাকার গাড়ির চালক থেকে বাইক আরোহী।
প্রসঙ্গত, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু হুঁশ নেই এক শ্রেণীর মানুষ। মাস্ক বিহীন অবস্থায় অবাধ বিচরণ সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায়। পথ চলতি মানুষ থেকে গাড়ি চালক অনেকেরই মুখে নেই মাস্ক। তাদের বিরুধ্যে এবার কড়া বিধান নগর পুলিশ কমিশনারেট। এক পুলিশ কর্তা জানান, ‘‘আজ সকাল থেকে নবদিগন্ত ট্রাফিক পুলিশের তরফ থেকে যে সব গাড়ি চালক মাস্ক ছাড়া গাড়ি চালাচ্ছে তাদের বিরুধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সব গাড়ি চালকদের পাঁচশো টাকা করে ফাইন করা হয় ও মাস্ক দেওয়া হয়।’’
অন্য দিকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের তরফ থেকে কলেজ মোড়ে চলল ব্যাপক ধরপাকড়। যারা মাস্ক ছাড়া রাস্তায় বেড়িয়েছেন৷ সেক্টর ফাইভে ঘোরাঘুরি করছে৷ তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের এহেন ভূমিকা অনেকের প্রশংসাও কুড়িয়েছে৷ কারণ, গত ক’দিন ধরেই পুলিশ ভালভাবে বলছিল৷ তবু মানুষের মধ্যে কোনও পরিবর্তন দেখা যায়নি বলেই মত ওই মহলের৷