যত সময় এগোচ্ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে বাড়ছে আশংকা। নমুনা মিলছে নতুন নতুন ভ্যারিয়েন্টের। তবে এরই মাঝে মাথা চাড়া দিয়ে উঠছে নিপা ভাইরাস আতঙ্ক। গবেষকদের একাংশ আবার অশনি সংকেত দিয়ে বলেছে, আগামী দিনে করোনা ভাইরাস সংক্রমণের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নিপা ভাইরাস সংক্রমণ। কাজেই এখন থেকে আরও সচেতন হতে হবে সাধারণ মানুষকে। করোনা ভাইরাস সংক্রমণে ইতিমধ্যেই দেশের শীর্ষে রয়েছে কেরল। দেশের মোট সংক্রমণের সিংহভাগ এই রাজ্যের। তার মধ্যে আবার সেখানেই নিপা ভাইরাস আতঙ্ক। সব মিলিয়ে কেরল নিয়ে রাজ্য প্রশাসন তো বটেই কেন্দ্রীয় সরকারও ব্যাপক চিন্তিত।
ইতিমধ্যে কেরলে নিপা ভাইরাসের আতঙ্ক বেড়ে গিয়েছে অনেক গুণ কারণ সম্প্রতি এক বালকের মৃত্যু হয়েছে। সেই কারণেই আগাম সতর্কতা দিয়ে গবেষকদের তরফ থেকে জানানো হচ্ছে, নিয়ন্ত্রণে না থাকলে আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে নিপা ভাইরাস। কেরল রাজ্যের বেশ কয়েকটি জেলায় এখন থেকেই সর্তকতা জারি করা হয়েছে এবং সতর্ক থাকতে বলা হয়েছে প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুকেও। গবেষকদের যে কথায় সব থেকে বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে তা হল, নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যুহার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে! এখানেই করেনা ভাইরাস সংক্রমণের থেকে নিপার সবথেকে বড় তফাৎ। এছাড়াও আরও ভয়ঙ্কর তথ্য হল, এই ভাইরাস খুব সহজেই পশুর থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে।