তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার আগে থেকে রাজ্যে চালু হয়েছিল দুয়ারে সরকার। এই প্রকল্প চালু থেকেই বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছে। বিভিন্ন ধরণের বিপত্তির সম্মুখীন হয়েছে মানুষ ও প্রশাসন। এবার এই পরিস্থিতি থেকে নিস্পত্তি পেতে দুয়ারে সরকার নিয়ে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। ভিড় এড়াতে বা জমায়েত এড়াতে প্রয়োজনে কয়েক গুণ বাড়ানো হোক শিবিরের সংখ্যা। একটি শিবিরে যাতে চারশোর বেশি মানুষের জমায়েত যাতে না হয় তার ব্যবস্থা করতে নির্দেশ দিল নবান্ন। উল্লেখ্য, হাওড়া এবং মালদহের শিবিরে ভিড়ে পদপিষ্ট হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে এই তার জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, দুয়ারে সরকারের শিবিরগুলিতে ভিড় যতটা ঠেকানো যায় সেটাই চাইছে রাজ্য সরকার। জেলাগুলিকে নবান্ন জানিয়েছে, চারশো জনের জন্যই একটি করে শিবির করতে হবে। তার বেশি ভিড় মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বুথওয়াড়ি শিবির করতে হবে। তাই অবিলম্বে যাতে ভিড় ঠেকানো যায় তার ব্যবস্থা করতে হবে। সূত্রের খবর, নবান্নের এই নির্দেশের পর জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন জেলাশাসকদের অনেকেই। দুয়ারে সরকারের শিবিরগুলিতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আরও কড়াকড়ি করতে চাইছে নবান্ন।