দখলের পর এবার বড় হামলা হতে পারে ভারতে

তালিবানরা গোটা দেশটা নিজেদের অধীনস্ত করার পর থেকে বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে জঙ্গি উপদ্রপ। আফগানিস্তানে তালিবান দখলের পর থেকে কাবুলের জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছে বেশ কয়েকজন জইশ জঙ্গি এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে মাসুদ আজহার। মনে করা হচ্ছে, জম্মু-কাশ্মীর সহ ভারতের একাধিক রাজ্যে হামলার ছক কষছে জইশ-ই-মহম্মদ। মাসুদ আজহার তাদের সকলকে ট্রেনিং দিচ্ছে। এই তথ্য সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এক কথায় আফগানিস্তান এখন জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং তাদেরকে কার্যত সব রকম ভাবে সাহায্য করছে পাকিস্তান।

প্রায় ১০০ জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে খোদ মাসুদ আজহার। কী ভাবে এবং কোন পথে ভারতে ঢুকতে হবে, কোন দিক দিয়ে গেলে কাশ্মীরে ঢোকা সহজ হবে এই সব রকম তথ্য জঙ্গিদের দিচ্ছে জইশ। ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এমনই তথ্য হাতে পেয়েছে বলে রিপোর্ট। গত সপ্তাহে মাসুদ আজহার জঙ্গিদের নিয়ে আলোচনায় বসে ছিল এবং সেই বৈঠকেই ভারতের বিরুদ্ধে আক্রমণ করার পরিকল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই তালিবানের তরফে স্পষ্ট করা হয়েছে যে পাকিস্তান তাদের জন্ম দিয়েছে তাই সেটাই তাদের দ্বিতীয় দেশ।

এই খবর সামনে আসার ভারতের চিন্তার ভাঁজ আরো বেড়েছে, কারণ জঙ্গিরা তালিবানের সমর্থন তো পাচ্ছেই, অন্যদিকে পাকিস্তানও তাদের পুরোপুরি সমর্থন করবে বলে অনুমান। ইতিমধ্যে তালিবান ভারত-আফগানিস্তানের বাণিজ্যিক পথ বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি কাশ্মীর ইস্যু নিয়ে নিরপেক্ষ অবস্থান নিলেও সরাসরি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্বীকার করেছে তারা। তাই আদতে তালিবান কাকে সমর্থন করছে সেটা বোঝা এতটাও কঠিন নয়।

Leave a Reply