দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এবার যদি ইউনিট প্রতি এই বিদ্যুতের দাম বাড়ানো হয় তাহলে সাধারণ মানুষের পকেটে চাপ পড়বে বৈকি! সম্প্রতি কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের ফলে এমনই আশঙ্কা দেখা দিয়েছে।
নির্দেশ অনুসারে, এই বছরের ১৫ অক্টোবর অবধি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির যতখানি কয়লার প্রয়োজন হয় তার ৪% অবধি আমদানি করতে হবে। এদিকে বিদেশি কয়লার মূল্য দেশীয় কয়লার থেকে বেশি। ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের খরচও অনেকখানি বৃদ্ধি পাবে।
প্রভাব পড়তে পারে বিদ্যুতের বিলের ওপর। ওয়াকিবহাল মহলের অনুমান, প্রায় ৭০ পয়সা করে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বৃদ্ধি পেতে পারে। এদিকে বিদ্যুৎ মন্ত্রক বলছে, এদেশে যতটা কয়লার উৎপাদন হয় সেটা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য যথেষ্ট নয়। সেই জন্য বাইরে থেকে কয়লা আমদানি করতে হবে।