জলপাইগুড়িতে পুলিশের সাথে দোল খেল্লো বৃহন্নলারা।

পুলিশের সাথে দোল খেল্লো বৃহন্নলারা।

সোমবার জলপাইগুড়িতে ছিল হোলির দ্বিতীয় দিন। আর এই দিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে পুলিশ আধিকারিকদের সাথে দোল খেল্লো বৃহন্নলারা। একইসাথে এদিন পুলিশ আধিকারিক দের মিষ্টিমুখ করাতেও দেখা যায় তাদের।

এদিন কোতোয়ালি থানার কর্মসূচি সারার পর তারা চলে যান জলপাইগুড়ি মহিলা থানায়। সেখানেও মহিলা পুলিশ কর্মীদের সাথে একই কর্মসূচী র মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন বলে জানা গেছে ।

Leave a Reply