কোভিড পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহার পিতা, শ্রী প্রশান্ত সাহার আর্থিক সাহায্য শিলিগুড়িতে

কোভিড পরিস্থিতি মোকাবিলায় শনিবার শিলিগুড়ির দেশবন্ধু পারা বিজ্ঞান মঞ্চে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার ঋদ্ধিমান সাহার পিতা, শ্রী প্রশান্ত সাহার আর্থিক সাহায্যে এদিন ছাত্র-যুব দের হাতে তুলে দেওয়া হয় স্যানিটাইজার মেশিন এবং অক্সিজেন সিলিন্ডার।
এই করোনা পরিস্থিতিতে যেসব ছাত্র-যুবরা নিজের কথা না ভেবে প্রথম সারিতে কাজ করে চলেছেন এদিন তাদের হাতে তুলে দেওয়া হয় ২১ টি স্যানিটাইজার মেশিন এবং ৬ টি অক্সিজেন সিলিন্ডার-এর পাশাপাশি শহর শিলিগুড়ির যে সমস্ত পরিবারে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এমন দুস্ত পরিবারগুলির মধ্যে পাঁচটি পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেওয়া হয় প্রশান্ত সাহার সেই অর্থ সাহায্য থেকে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপাল দে রাজ্য বিজ্ঞান মঞ্চের সভাপতি, শংকর কর, রাজ্য সহ-সভাপতি এবং ডক্টর সুকান্ত চট্টোপাধ্যায় বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি।।

Leave a Reply