কোন কেন্দ্রের পরিসংখ্যান কত আজ?

আজ রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ ভবানীপুরে শুরু হয়েছে উপনির্বাচন৷ আজ সকাল থেকেই বুথমুখী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ৷ গোটা দেশের নজর নিশ্চিতভাবেই ভবানীপুরের দিকে৷ একই সঙ্গে মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামসেরগঞ্জ ও জঙ্গিপুরেও চলছে ভোট। সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৭.৫৭ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ১৭.৫১ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য ভবানীপুর থেকে জিতে আসতে হবে তাঁকে৷ সেই কারণেই ভবানীপুর নিয়ে গোটা দেশের আগ্রহ তুঙ্গে৷

সকাল ৭টা থেকেই ভবানীপুরে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে৷ ভবানীপুরে ভোটদানের হার নিয়েই চিন্তায় রয়েছে মুখ্যমন্ত্রী৷ ভোট প্রচারে গিয়েও তিনি বার বার ভবানীপুরে মানুষকে ভোট দিতে অনুরোধ করেছেন৷ কারণ ভোট দানের হার কমে গেলে ফায়দা নিতে পারে বিরোধীরা৷ প্রসঙ্গত, এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ অন্যদিকে, বামেদের হয়ে লড়ছেন শ্রীজীব বিশ্বাস৷ ফলে বহু টানাপোড়েন শেষে উপনির্বাচন হচ্ছে দক্ষিণ কলকাতার এই কেন্দ্রে। ভোটের ফল ৩ অক্টোবর।

Leave a Reply