কম হলো গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মাসের প্রথম দিন এক ধাক্কায় দাম কমল রান্নার গ্যাসের। আজ পয়লা জুলাই থেকে দেশজুড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের।

তবে তাতে আম জনতার সরাসরি কোনো সুবিধা হল না। কারণ কেবল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দাম কমানো হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পয়লা জুলাই থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য কমানো হচ্ছে।

আগে এই সিলিন্ডার কিনতে শহর কলকাতায় গ্রাহকদের ব্যয় করতে হত ১,৭৮৭ টাকা। তবে এবার তা কমে হল ১,৭৫৬ টাকা। অর্থাৎ সিলিন্ডার প্ৰতি দাম কমেছে ৩১ টাকা। উল্লেখ্য, গত মাসেও বেশ কিছুটা কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।