কমল দেশের দৈনিক করোনা সংক্রমণের আক্রান্তের সংখ্যা

বেশ কিছুটা আয়ত্তে এসেছে দেশের দৈনিক করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের নীচে নেমে গিয়েছে৷ তবে কি করোনার তৃতীয় ঢেউ এখন অতীত? এমনটাই দাবি করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ সরাসরি এই দাবি করা না হলেও, স্বাস্থ্য মন্ত্রকের এক শীর্ষকর্তার দাবি, ‘‘গত কয়েক দিন ধরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্ননুখী।” তবে স্বাস্থ্য মন্ত্রকের এই দাবি একেবারেই অমূলক নয়৷ সেটা দেশের কোভিড পরিসংখ্যান থেকেই স্পষ্ট৷

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৪৯৪ জন। যা আগের দিনের থেকে ১৩ শতাংশ কম। সেই সঙ্গে কমেছে দেশের পটিজিভিটি রেটও৷ বর্তমানে ভারতে পজেটিভিটি রেট ১০ শতাংশের নিচে রয়ছে। কোভিড পরিসংখ্যানে অনেকটাই চিন্তা কমেছে চিকিৎসকদের। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশের অধিকাংশ বড় রাজ্যেই আক্রান্তের সংখ্যা আগের চেয়ে অনেকটাই হ্রাস পেয়েছে। তবে এখনও চিকিৎসকদের চিন্তায় রেখেছে দৈনিক মৃত্যুর সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১০৭২ জন করোনা আক্রান্ত রোগীর। যা নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ পেরিয়ে গেল৷

দেশে অ্যাকটিভ কেসের সংখ্যাও নিম্নমুখী। এই নিয়ে পরপর বেশ কয়েক সপ্তাহ ধরে কমের দিকে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ৯৮ হাজার কম। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ৪ কোটি ১৭ হাজার ৮৮ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত দেশে করোনার টিনা পেয়েছেন ১৬৮ কোটি ৫৮ লক্ষের বেশি মানুষ৷

Leave a Reply