কবে থেকে পড়বে গরমের ছুটি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। আগমন হয়েছে গরমের। এবার বৈশাখ মাসে গরমের তীব্রতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।

আর কিছুদিনের মধ্যে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর। এই অবস্থায় পড়ুয়াদের কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদ গরমের ছুটি ঘোষণা করল। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়তে চলেছে আগামী ৬ ই মে থেকে।

মে মাসের ৯ তারিখ থেকে এই ছুটি দেওয়ার কথা থাকলেও, পড়ুয়াদের কথা ভেবে কিছুটা ছুটি এগিয়ে আনা হয়েছে। নির্দেশ দিয়ে বলা হয়েছে গরমের ছুটি পড়ার আগে প্রত্যেকটি স্কুলকে শেষ করতে হবে ফার্স্ট টমেটিভ এক্সাম। গরমের ছুটির পর স্কুল খুলবে ২ রা জুন।