এন জে পি রেলের বিদ্যুতীকরন বিভাগে কর্মরত রয়েছে ৭ জন নিরাপত্তা রক্ষী। তারা সকলেই অস্থায়ী রুপে কাজ করে ওই বিভাগে। রেলের ঠিকাদারের মাধ্যমেই কাজে নিযুক্ত হন তারা। গত জানুয়ারী মাসে এরা নিরাপত্তাকর্মী রূপে কাজে নিযুক্ত হলেও আজও তারা তাদের বেতন থেকে বঞ্চিত বলে দাবি ওই নিরাপত্তা কর্মীদের। তাই এবার তাদের বকেয়া বেতনের দাবি জানিয়ে মঙ্গলবার রেলের বৈদ্যুতীকরন দপ্তরে বিক্ষোভ পদর্শন করল INTTUC এর এন জে পি শাখা। এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে রেলের হস্তক্ষেপ দাবি করেন তৃণমূলের এই শ্রমিক সংগঠন। সংবাদমাধ্যমের মুখমুখি হয়ে সংগঠনের কনভেনার সুজয় সরকার বলেন, এই সমস্যা যদি দ্রুত সমাধান না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply