আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে

এই মুহূর্তে মৌসুমী বায়ুর অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিকানির থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। পাশাপাশি একটি ঘূূূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ওপর। এই দুইয়ের জেরে হিমালয়ের পাদদেশ ও পার্শ্ববর্তী এলাকায় চারদিক থেকে প্রচুর পরিমান জলীয়বাষ্প ঢুকে‌ছে। এজন্য আগামী ২৪ ঘন্টা‌য় ফের বজ্রবিদ্যুত্ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর‌বঙ্গের পাঁচ জেলায়। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং সহ দুই দিনাজপুরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর‌।

জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী রনেন্দ্র সরকার বলেন, পশ্চিম‌বঙ্গের একটি অংশের ওপর দিয়ে আগে থেকেই রয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ । এছাড়া বিকানির থেকে বঙ্গোপসাগর উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের জেরে আগামী ২৪ ঘন্টা‌য় উত্তর‌বঙ্গের পাঁচ জেলা‌য় বজ্রবিদ‍্যুত্ সহ ফের ভারি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply