শিলিগুড়ি সেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে হাসপাতালে চিকিৎসা করতে আসা পরিজনদের খাদ্য বিতরণ।

শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসা করে আসে বহু রোগীরা। তবে লকডাউনে মধ্যে চিকিৎসা করতে এসে কোথায় দুপুরের খাবার খাবে তার ঠিক ঠিকানা থাকেনা। সংক্রমণ রোধে রাজ্যে চলা লকডাউনে সরকারি নিদের্শ সীমিত সময়ের জন্য খুলচ্ছে দোকান প্রতিটি দোকান। যার ফলে চিকিৎসা করতে আসা রোগীর আত্মীয়রা এক প্রকার পেটে গামছা বেদে জল খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। সে সকল রোগীর আত্মীয়দের কথা চিন্তা করে এগিয়ে এসে শিলিগুড়ি সেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব। দুপুরবেলা বিনে পয়সায় পথচারী ও চিকিৎসা করতে আসা পরিজনদের হাতে তুলে দেওয়া হল পুষ্টিকর খাবার। এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালের কাছে প্রায় ৩০০ জনকে তৈরি করা পুষ্টি কর খাবার তুলে দেওয়া পাশাপাশি সকলকে সচেতন করে সেচ্ছাসেবী সংগঠন সদস্যরা। এই উদ্যোগে খুশী সকল শহরবাসী।

Leave a Reply