শিলিগুড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত চারটি দোকান। শিলিগুড়ির হায়দার পাড়া এলাকায় ভোররাতে আগুনে ক্ষতিগ্রস্ত হলো চারটি দোকান। স্থানীয় সূত্রে খবর ভোর তিনটে নাগাদ হঠাৎই আগুন লক্ষ্য করতে পারে স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে ও ভক্তিনগর থানার পুলিশকে। আগুন নিভাতে সহযোগিতার হাত বাড়িয়েদেয় স্থানীয় বাসিন্দারা । আগুনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার দোকানের মালিকেরা। জানা যায় চারটি দোকান ফুল, ফুল ও খাবারের দোকান ছিল। তবে কী কারণে এই ঘটনা তানিয়ে ধন্দে সকলে।
Related Posts
আয়োজিত হলো ছবি অঙ্কন প্রতিযোগিতা
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের, শিশু-কিশোর আকাদেমির আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর কোচবিহারের ব্যবস্থাপনায় মহারানী ইন্দিরা দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হলো ছবি আঁকা প্রতিযোগিতা। দুই বিভাগ মিলিয়ে মোট ২৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে চালু হল আলিপুরদুয়ার-তেজপুর বাস পরিষেবা
সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড থেকে সোমবার সকালে চালু হলো আলিপুরদুয়ার-তেজপুর বাস পরিষেবা। এই প্রথম অসমের তেজপুরের সঙ্গে সংযোগ স্থাপিত হলো আলিপুরদুয়ারের। আলিপুরদুয়ার থেকে অসমে বাস পরিষেবা থাকলেও তেজপুরে এই প্রথম বাস পরিষেবা চালু হলো। এই বাস পরিষেবার শুভ…
General meeting of Cooch Behar district committee is going to be held on February 18
The general meeting of Cooch Behar District Committee of West Bengal State Government Employees Federation is going to be held at Rabindra Bhaban, Cooch Behar on February 18. District President of the organization Gautam Roy spoke about this event in…