বাংলাদেশ সিমান্তে দুটি দেহ উদ্ধার। দেহদুটি উদ্ধার করে কুচলিবাড়ি থানার পুলিশকে হস্তান্তর করলো বিএসএফ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উদ্ধার হওয়া দুটি দেহ সেনা বাহিনীর। সিকিমের হরপা বানে রুদ্ররুপ নিয়েছিলো তিস্তা। তিস্তার গ্রাসে নাস্তানাবুদ সিকিম। তিস্তার জলের দাপটে তছনছ হয়েছে সেনা ঘাটিও। আর্মির ৪২টি গাড়ি সহ ২৩ জন আর্মির নিখোঁজের খবর সামনে এসেছিলো। তাদের মধ্যে দুজনকে আজ উদ্ধার করা হয়। একটি দেহ বাংলাদেশে ভেষে যায়। সেখান থেকে ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে দেহ নিয়ে আসেন বিএসএফ জাওয়ানরা আরও একটি মৃতেদেহ উদ্ধার হয় সীমান্ত লাগোয়া ফকতের চরে। দুটি দেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উদ্ধার হওয়া দুটি দেহ আর্মি জাওয়ানের।
Related Posts
কোচবিহারে আসা নাগাল্যান্ড পুলিশকে হেনস্তা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে
অপহরণের ঘটনায় শীতলকুচিতে তদন্তে আসা নাগাল্যান্ড পুলিশকে হেনস্তা করার পাশাপাশি তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো এলাকাবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শীতলকুচির গাছতলা এলাকায়। জানা গেছে এদিন নাগাল্যান্ড পুলিশের একটি দল অপহরণের ঘটনায় শীতলকুচির গাছতলা এলাকায় তদন্তে আসেন। অভিযুক্তদের গ্রেফতার করতে গেলে…
‘হিট স্ট্রোক’ আক্রান্তদের জন্য শয্যার ব্যবস্থা হাসপাতালে
কোচবিহারে এখন তীব্র দাবদাহ চলছে । এই প্রচণ্ড গরমের মধ্যেই কেউ খেতে কাজ করছেন আবার কেউ বা চাঁদি ফাটা রোদে রাস্তায় রয়েছেন। ফলে যে কোনও মুহূর্তেঈই ‘হিট স্ট্রোক’-এ আক্রান্ত হওয়ায় আশঙ্কা রয়ে যাচ্ছে। এই কথা মাথায় রেখেই স্বাস্থ্য দফতরের তরফে…
কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার অধিকারের উদ্যোগে কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। কোচবিহার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন অনুষ্ঠানে৷এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পবন কদিয়ান,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ বিশিষ্টজনেরা।