বড় ধাক্কা, হাত ছাড়া হলো কাঁথি

রাজ্যে একের পর এক ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির৷ অধিকারী গড়ে ধাক্কা বিজেপি’র৷ কাঁথির তৃণমূল প্রার্থী রিনা দাসের কাছে হেরে গেলেন বিজেপি প্রার্থী তথা কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিংহ। ৭৭ ভোটে তৃণমূলের কাছে পরাজিত হলেন তিনি৷ যে ভাবে কাঁথিতে ভোট গণনা শুরু হল, সেই ট্রেন্ড বজায় থাকলে প্রায় চার দশক পর কাঁথিতে পালাবদল নিশ্চিত৷ শুভেন্দু ‘গড়’ বলে পরিচিত কাঁথি শহরে  তৃণমূলের এহেন উত্থান হয়, শুভেন্দুর পক্ষেও ‘সুখকর’ নয়।

উল্লেখ্য, এবারের পুরভোটে তৃণমূলের বিশেষ নজর ছিল কাঁথি পুরসভার দিকে৷ প্রচার চলেছে জোর কদমে৷ দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বারংবার কাঁথিতে গিয়েছেন প্রচার করতে। কাঁথিতে দাঁড়িয়েই অধিকারী পরিবারকে কড়া ভাষায় বিঁধেছেন৷ অন্যদিকে, ভোটের আগে কাঁথির মানুষের কাছে শুভেন্দুর বাবা তথা কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী আবেদন ছিল, শুভেন্দুর প্রার্থীদের একটু দেখবেন৷ এদিকে, বুধবার ভোটগণনা শুরুর আগে মঙ্গলবার বিকেলে ‘ভোট লুটের অভিযোগ’-এ কাঁথি শহরে মোমবাতি মিছিল করেন তিনি৷