পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের উদ্ধার হল তাজা বোমা। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভা আসন থেকে বহুল পরিমাণে বোমা উদ্ধার হওয়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকাজুড়ে। জানা গিয়েছে, প্রায় ২০০ টিরও বেশি বোমা উদ্ধার করা হয়েছে। আজ সকালে ভাঙড়ের কাশীপুরে সোমনাথ কলোনিতে চাষের জমিতে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশেই পড়েছিল বোমা ভর্তি ব্যাগ। কাশীপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। চাষের জমিতে বোমা বাঁধা চলছিল, কাউকে আসতে দেখে দুষ্কতীরা পালায় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
Related Posts
BJP denies Dhankhar a chance to read his full speech at Assembly
The BJP had moved heaven, earth and Narendra Modi in the hope of winning 200-plus seats in the 17th Bengal Legislative Assembly. When the august House convened on Friday, the BJP’s 70-plus members moved heaven and earth to make their…
ইডির হাতে একের পর এক বিস্ফোরক তথ্য
বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন বণ্টন দুর্নীতিতে মূল অভিযুক্ত বাকিবুর রহমানের সূত্র ধরেই বিদেশে পৌঁছেছিলেন শংকর…
সরকারের তরফে বড় ঘোষণা
রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, ইত্যাদি…