বড় ঘোষণা আদালতের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে তদন্তের ধীর গতি নিয়ে বারংবার প্রশ্নের মুখে পড়েছে তদন্তকারী সংস্থার ভূমিকা। এই ইস্যুতেই বড় নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের।

রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা ঘুরে কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দিল সুপ্রিমকোর্ট। পাশাপাশি তদন্ত শেষ করার জন্য বেঁধে দেওয়া হল টাইট ডেডলাইন। নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে।

সেখানেই বিরাট নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। উল্টে সেই মামলা ফের হাইকোর্টে ফেরত পাঠিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী ২ মাসের মধ্যে সিবিআই ও ইডিকে সমস্ত তদন্ত শেষ করতে হবে।