আসন্ন কোরোনার তৃতীয় ঢেউ এই মত চিকিত্সক থেকে সমস্ত বিশেষজ্ঞদের। এরইমাঝে সামনে এলো নতুন বিপদ। এক অজানা জ্বরে এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৪০ জনের! তার মধ্যে রয়েছে ৩২টি শিশু। উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মনে করা হচ্ছে, ডেঙ্গুতেই আক্রান্ত সবাই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, শহরের ৮-৯টি কলোনিতে ডেঙ্গুর মতো রোগের প্রকোপ বেড়েছে। স্বাস্থ্য দফতর বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় পদক্ষেপ করছে। মেডিক্যাল কলেজে এই সংক্রান্ত আলাদা ওয়ার্ড তৈরি করে চিকিৎসা চলছে।
জানা গেছে, ২১০ শিশু ফিরোজাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে। বাচ্চাদের মধ্যে রোগের উপসর্গ হিসাবে প্রথমে জ্বর, ডায়রিয়া তারপর বমির মতো লক্ষণ দেখা যাচ্ছে। আগ্রার ডিভিশনাল কমিশনার অমিত গুপ্তা বলেছেন, ফিরোজাবাদে গত এক সপ্তাহে ৪০ জনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে ডেঙ্গুতেই মৃত্যু হয়েছে সবার। অন্য কোনও কারণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। রোগীদের রক্তে প্লেটলেট দ্রুত কমে যাওয়ার ফলে উদ্বেগ বেড়েছে। তিনি বলেছেন, সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকম ব্যবস্থা নিতে বলা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, গত সপ্তাহে রাখি উৎসবের সময় প্রথম এমন অজানা জ্বরের খবর পাওয়া যায়।