কেন্দ্র সরকারের তরফে তুলে নেওয়া হলো বাংলার বিজেপি বিধায়কদের নিরাপত্তা

একুশে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি৷ বাংলায় একের পর এক ভাঙ্গনের মুখ দেখতে হচ্ছে গেরুয়া শিবিরে৷ ২০০ বেশি আসন নিয়ে বাংলা দখলের স্বপ্ন থাকলেও বিজেপিকে ৭৭ টি আসনে সন্তুষ্ট থাকতে হয়েছিল। মুকুল রায় তৃণমূলে ফিরতেই শুরু হয়েছে একের পর এক নেতার ঘর ওয়াপাসি৷ ৭৭ থেকে কমতে কমতে বিজেপি বিধায়কের সংখ্যা ঠেকেছে ৭১-এর৷ তার মধ্যে ৬১ জন বিধায়কের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা৷ স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে এই প্রসঙ্গে চিঠি পাঠিয়ে দিয়েছে বলেই সূত্রের খবর। ১০ জন ছাড়া নির্বাচনে জেতা বাকি বিজেপি বিধায়রাই আর কেন্দ্রের নিরাপত্তা পাবেন না।

শুধু শুভেন্দু অধিকারীরর মতো জনা ১০ বিজেপি বিধায়ক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাবেন৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্য সরকারকে এই মর্মে একটা চিঠিও পাঠানো হয়েছে৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার থেকে এই সকল বিধায়কের নিরাপত্তার ব্যবস্থা রাজ্যকেও করতে হবে৷ এবার কেন্দ্রের তরফে বাংলার বিজেপি বিধায়কদের নিরাপত্তা প্রত্যাহার সেটাই স্পষ্ট করল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের৷  

সম্প্রতি জানানো হয়েছে, পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন৷ এই সকল রাজ্যে আরও বেশি করে নিরাপত্তারক্ষীর প্রয়োজন রয়েছে৷ সে কারণেই বাংলার বিজেপি বিধায়কদের নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এবার কেন্দ্রের নিরাপত্তা প্রত্যাহারে নিজেদের সুরক্ষিত রাখতে ফুলবদলের হিড়িক আরও বেড়ে যায় কিনা সেটাই এখন দেখার পালা।

Leave a Reply