সামনে এলো দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্তীর সম্পত্তির হিসেবে। আরও ধনী হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতিমতো চর্চা চলছে তা নিয়ে। চলতি বছর তাঁর সম্পত্তি ২২ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। গতবছর প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৮৫ লক্ষ টাকা। এবছর সম্পত্তির মূল্য বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৬৮ হাজার ৮৮৫ টাকা। এক বছরে ২২ লক্ষ টাকা বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পত্তি। পাশাপাশি মোদী মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ সম্পত্তির নিরিখে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩৭,৯১,৫০,৫৮০। এমনকী শেষ একবছরে ৫৬ বছর বয়সি এই মন্ত্রীর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৯.২৮ কোটি টাকা। গতবছর তাঁর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছিল ২৮.৬৩ কোটি। শুধু অমিত শাহের নিজস্ব সম্পত্তির বাজার মূল্য ৫ কোটি ৭১ লক্ষ ৮ হাজার ৫৯৩ টাকা।
তথ্য বলছে, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাঙ্ক অ্যাঙ্কাউন্টে রয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৪৮০ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ৩৬ হাজার ৯০০ টাকা। এদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ব্রাঞ্চে তাঁর ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১ কোটি ৮৩ লক্ষ টাকা। গত বছর এর পরিমাণ ছিল ১ কোটি ৬ লক্ষ টাকা। এই ফিক্সড ডিপোজিটের সুদের কারণেই এক লাফে এত সম্পত্তি বেড়েছে মোদীর।